Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০১৮

নব নির্মিত ৭ (সাত)টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ২টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১০২ (একশত দুই)টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১ নভেম্বর ২০১৮ তারিখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করা হবে


প্রকাশন তারিখ : 2018-10-31

বিদ্যুৎখাতের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নে আজ (১) বড়পুকুরিয়া ২৭৫ মেঃওঃ কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, (২) ব্রাক্ষনগাঁও ১০০ মেঃওঃ এইচএসডি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, (৩) আওরাহাটি ১০০ মেঃওঃ এইচএসডি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, (৪) কড্ডা ১৪৯ মেঃওঃ এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, (৫) পানগাঁও ৩০০ মেঃওঃ এইচএসডি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, (৬) সিরাজগঞ্জ ১৪১ মেঃওঃ ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, (৭) টেকনাফ ২০ মেঃওঃ সোলার বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনসহ আশুগঞ্জ ৪০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (পূর্ব) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। একইসাথে আজ ডেসকো’র প্রধান কার্যালয় ভবন নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অঙ্গীকার বাস্তবায়নে  ইতোপূর্বে ৮০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। অদ্য আরও ১০২ (একশত দুই) টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন হতে যাচ্ছে। উক্ত উপজেলাগুলো হচ্ছে-(১) নবাবগঞ্জ, (২) দোহার, (৩) কাশিয়ানী, (৪) মুকসুদপুর, (৫) গোপালগঞ্জ সদর, (৬) মিঠামইন, (৭) তাড়াইল, (৮) ইটনা, (৯) হোসেনপুর, (১০) কিশোরগঞ্জ সদর, (১১) বাজিতপুর, (১২) শ্রীমঙ্গল, (১৩) নাটোর সদর, (১৪) নলডাঙ্গা, (১৫) গুরুদাসপুর, (১৬) পুঠিয়া, (১৭) চারঘাটা, (১৮) বাঘা, (১৯) তানোর, (২০) চিতলমারী, (২১) চৌগাছা, (২২) ঝিকরগাছা, (২৩) কেশবপুর, (২৪) জীবন নগর, (২৫) দামুরহুদা, (২৬) পিরোজপুর সদর, (২৭) হরিরামপুর, (২৮) সাটুরিয়া, (২৯) ঘিওর, (৩০) আত্রাই, (৩১) মহাদেবপুর, (৩২) রানীনগর, (৩৩) নিয়ামতপুর, (৩৪) ঝালকাঠি সদর, (৩৫) রাজাপুর, (৩৬) পাবনা সদর, (৩৭) বিশ্বনার্থ, (৩৮) গোলাপগঞ্জ, (৩৯) জৈন্তাপুর, (৪০) বালাগঞ্জ, (৪১) ডুমুরিয়া, (৪২) ফেনী সদর, (৪৩) কুষ্টিয়া সদর, (৪৪) কুমারখালী, (৪৫) ফুলবাড়ী, (৪৬) কাহারোল, (৪৭) রামগঞ্জ, (৪৮) রাঙ্গুনিয়া, (৪৯) চন্দনাইশ, (৫০) সাতকানিয়া, (৫১) আনোয়ারা, (৫২) বিজয়নগর, (৫৩) কসবা, (৫৪) বাঞ্চারামপুর, (৫৫) চান্দিনা, (৫৬) ব্রাক্ষণপাড়া, (৫৭) লালমাই, (৫৮) তিতাস, (৫৯) মেঘনা, (৬০) হোমনা, (৬১) দাউদকান্দি, (৬২) নাঙ্গলকোট, (৬৩) বুড়িচং, (৬৪)  লাকসাম, (৬৫) চৌদ্দগ্রাম, (৬৬) চাটখিল, (৬৭) সোনাইমুড়ি, (৬৮) দক্ষিণ সুনামগঞ্জ, (৬৯) তারাগঞ্জ, (৭০) রংপুর সদর, (৭১) তালা, (৭২) কক্সবাজার সদর, (৭৩) টেকনাফ, (৭৪) গাংনী, (৭৫) দৌলতখান, (৭৬) তজুমদ্দিন, (৭৭) সিরাজগঞ্জ সদর, (৭৮) রায়গঞ্জ, (৭৯) তাড়াশ, (৮০) চৌহালী, (৮১) মাদারীপুর সদর, (৮২) নীলফামারি সদর,  (৮৩) কালিগঞ্জ, (৮৪) কালিয়াকৈর, (৮৫) শরীয়তপুর সদর, (৮৬) ডামুড্যা, (৮৭) চাঁদপুর সদর, (৮৮) শাহরাস্তি, (৮৯) হাজিগঞ্জ, (৯০) হাইমচর, (৯১) সোনারগাঁ, (৯২) নন্দিগ্রাম, (৯৩) সোনাতলা, (৯৪) দুপচাঁচিয়া, (৯৫) বগুড়া সদর, (৯৬) কাহালু, (৯৭) আদমদীঘি, (৯৮) শাহাজানপুর, (৯৯) চরভদ্রাসন, (১০০) আলফাডাঙ্গা, (১০১) মাগুরা সদর, (১০২) শ্রীপুর।