বিদ্যুৎখাতে সমন্বিত “Enterprise Resources Planning (ERP)” বাস্তবায়নের লক্ষ্যে গত ১১ অক্টোবর ২০১৮ তারিখে Consortium of TechVision, Microsoft Bangladesh, Computer Services Ltd and Technohaven Co Ltd এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত বিষয়ে Kick-off meeting বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে ২২ অক্টোবর ২০১৮, রোজ সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে (বিদ্যুৎ ভবন ১৫ তলা, ১ আব্দুল গণি রোড, ঢাকা) অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী বর্তমানে এইচআরএম, ফিক্সড অ্যাসেট, ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস, প্রকিউরমেন্ট এই চারটি মডিউল সংস্থা/কোম্পানি সমূহে বাস্তবায়িত হয়েছে। নতুন ২টি মডিউল ও সাব মডিউলের বাস্তবায়ন কাজ চলমান আছে।