Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০১৯

ইআরপি বাস্তবায়ন

বিদ্যুৎখাতে সমন্বিত “Enterprise Resources Planning (ERP)” বাস্তবায়নের লক্ষ্যে গত ১১ অক্টোবর ২০১৮ তারিখে Consortium of TechVision, Microsoft Bangladesh, Computer Services Ltd and Technohaven Co Ltd এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত বিষয়ে Kick-off meeting বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে ২২ অক্টোবর ২০১৮, রোজ সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে (বিদ্যুৎ ভবন ১৫ তলা, ১ আব্দুল গণি রোড, ঢাকা) অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী বর্তমানে এইচআরএম, ফিক্সড অ্যাসেট, ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস, প্রকিউরমেন্ট এই চারটি মডিউল সংস্থা/কোম্পানি সমূহে বাস্তবায়নের কাজ চলছে। ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস, প্রকিউরমেন্ট মডিউলের ডেভেলপমেন্টের কাজ চলমান আছে।

 

বিদ্যুৎখাতে সমন্বিত Enterprise Resources Planning (ERP) বাস্তবায়নে Inception Report এর উপর সভা (১৮.১২.২০১৮)।

 

মাননীয় প্রতিমহোদয়ের উপস্থিতিতে বিদ্যুৎখাতে সমন্বিত ERP” বাস্তবায়নের লক্ষ্যে Human Resources Management (HRM) মডিউল সংক্রন্ত সভা অনুষ্ঠিত (০৫.০২.২০১৯)

----------------------------------------------------------------------------------------------------------------

 

বিদ্যুৎখাতে সমন্বিত ERP” বাস্তবায়নের লক্ষ্যে Fixed Asset মডিউল সংক্রন্ত সভা অনুষ্ঠিত (১১.০২.২০১৯)