সাময়িক সমাধান নয়, ঢাকার জন্য প্রয়োজন ভবিষ্যতমুখী, দীর্ঘমেয়াদি স্মার্ট সিটি প্ল্যানিং। এ লক্ষ্যে ঢাকা ও আশেপাশের অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং সাব স্টেশনগুলোকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আগামী প্রজন্মকে একটি সুন্দর, ঝুঁকিহীন শহর উপহার দিতে সম্ভাব্য সমাধানগুলো যাচাই বাছাই করে দেখছে PGCB. এরই অংশ হিসেবে আজ ইন্সেপশন নোট পরিবেশন করলো সার্বিয়ান কনসালটেন্ট ফার্ম এনার্গোপ্রজেক্ট ইন্টেল লিঃ (EPE) এবং তাদের বাংলাদেশি সহযোগী বিসিএল অ্যাসোসিয়েটস লিঃ (BCL)। উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, নসরুল হামিদ; মোঃ হাবিবুর রহমান, সচিব বিদ্যুৎ বিভাগ ও মোহাম্মদ হোসাইন, মহাপরিচালক, পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগ ও অন্যান্য কর্মকর্তারা।